ভূগোল থেকে আরো প্রশ্ন

Show Important Question


41) নীচের কোন পর্বতশ্রেণী ভারতের কেবলমাত্র একটি রাজ্যেই বিস্তৃত ও সীমাবদ্ধ ?
A) আরাবল্লী
B) সাতপুরা
C) পূর্বঘাট
D) অজন্তা

42) ঝুলন্ত উপত্যকা সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যেতে পারে?
A) নদীর পার্বত্য প্রবাহে
B) হিমবাহ অঞ্চলে
C) মরূদ্যানে
D) মালভূমি অঞ্চলে

43) জোরাফাইটিক প্লান্টস কোন অঞ্চলে বেশী দেখা যায়?
A) মরু অঞ্চল
B) সুন্দরবন
C) কচ্ছের রণ
D) হিমালয়ের পাদদেশ

44) লিথোস্ফিয়ার (Lithosphere) নীচের কোনটিকে বোঝায় ?
A) পৃথিবীর কেন্দ্রস্থল
B) ভূত্বক
C) মেরুপ্রদেশের আবহাওয়া
D) সামুদ্রিক প্রাণীজগৎ

45) ‘জুলু’ কি?
A) নিকোবর দ্বীপের উপজাতি
B) গোবি মরুভূমি অঞ্চলে একপ্রকার গৃহপালিত পশু
C) দঃ আফ্রিকার নাটালের কিছু অংশের অধিবাসী
D) মঙ্গোলিয়ার উত্তর অঞ্চলের অধিবাসী

46) নীচের কোন সংস্থা ভূ সংস্থান সম্পর্কিত মানচিত্র তৈরী করে
A) জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া
B) জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া
C) সার্ভে অফ ইন্ডিয়া
D) আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া

47) কার্ডিনাল পয়েন্ট কি?
A) দুটি মেরুর দিক
B) একটি মেরুর দিক
C) একটি ম্যাপের চারদিকের কোণ
D) একটি কম্পাসের চারটি প্রধান দিক

48) “ম্যাগমা” কাকে বলে?
A) সমুদ্রের তলদেশে সঞ্চিত পলি
B) চুনাপাথর
C) ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ
D) ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খনিজ

49) সমুদ্রের জল সর্বাধিক লবণাক্ত কোথায়?
A) বঙ্গোপসাগর
B) রেড সী
C) বাল্টিক সাগর
D) প্রশান্ত মহাসাগর

50) ‘ভারতের প্রবেশ দ্বার’ বলা হয় কোন শহরকে ?
A) কলকাতা
B) দিল্লী
C) ব্যাঙ্গালোর
D) মুম্বাই

51) অ্যানোমোমিটার কি পরিমাপের জন্য ব্যবহৃত হয়?
A) বাতাসের গতিবেগ
B) সমুদ্রের লবণাক্ততা
C) প্রাণীদের বুদ্ধিমত্তা
D) ভূমিকম্পের তীব্রতা

52) কোন শহরের উপর সূর্য রশ্মি সরাসরি পৌঁছায়না
A) মুম্বাই
B) চেন্নাই
C) তিরুবনন্তপুরম
D) শ্রীনগর

53) লাক্ষা দ্বীপে মোট কতগুলি দ্বীপ রয়েছে ?
A) ১৭
B) ২৭
C) ৩৬
D) ৪৭

54) ‘ক্যাটারাক্ট’ একটি শ্রেণীবিভাগ কিসের?
A) নদী
B) জলপ্রপাত
C) হিমবাহ
D) গিরিখাত

55) পৃথিবী থেকে কোনো নক্ষত্রের দূরত্বের একক কি?
A) কিলোমিটার
B) মাইল
C) নটিক্যাল মাইল
D) আলোকবর্ষ

56) ‘রণ’ কাকে বলা হয় ?
A) গুজরাটের অগভীর জলাভূমিকে
B) কেরালার উপহ্র্দগুলিকে
C) কেরালা উপুকুলের জলাভূমিকে
D) আন্দামানের পর্বতময় দ্বীপগুলিকে

57) ভারতের কোন পৌরবসতির জনসংখ্যা 100000 অতিক্রম করলে তাকে বলা হয়
A) শহর
B) নগর
C) মহানগর
D) পৌর মহাপুঞ্জ

58) ভারতবর্ষের এই অঞ্চলটি জীব বৈচিত্রের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ
A) পূর্ব হিমালয়
B) পূর্ব ঘাট
C) পাঁচমারি পর্বত
D) কাশ্মির উপত্যকা

59) হ্রদ বিষয়ক বিদ্যাকে কি বলে ?
A) লিমনোলজি
B) পোটোমোলজি
C) ট্রপোলজি
D) হাইড্রোলজি

60) রিকটার স্কেলে কি পরিমাপ করা হয় ?
A) সমুদ্র ঢেউ-এর উচ্চতা
B) বৃষ্টিপাতের পরিমাণ
C) বায়ুর গতির তীব্রতা
D) ভূমিকম্পের তীব্রতা